1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নানা দুর্নীতির অভিযোগে মালাপাড়া ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে অনাস্থা, স্মারকলিপি প্রদান - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নানা দুর্নীতির অভিযোগে মালাপাড়া ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে অনাস্থা, স্মারকলিপি প্রদান সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা  যুবদলকে গতিশীল করার লক্ষে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম অনেক চড়া চৌদ্দগ্রামে প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নানা দুর্নীতির অভিযোগে মালাপাড়া ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে অনাস্থা, স্মারকলিপি প্রদান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে ইউপি সদস্যরা কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব এনে স্মারকলিপি প্রদান করেছেন। গত ১২ ও ১৩ অক্টোবর ১০ জন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ২২ টি অভিযোগ এনে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন ইউপি সদস্যরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এই ইউনিয়নের সেবা মূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যার কারণে এই ইউনিয়নের হাজার হাজার সেবা গ্রহীতা হয়রানি শিকার হচ্ছেন এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

যার কারণে ইউপি সদস্যদের সাথে জনগণের দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন যাবত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কোন সাড়া দেয়নি।

ইউনিয়ন পরিষদে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বন্ধের স্বার্থে ইউপি সদস্য ১ নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম হাজারী, ২ নং ওয়ার্ডের গোলাম রাব্বানী, ৩ নং ওয়ার্ডের মমতাজ ৫ নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ কামাল হোসেন, ৭ নং ওয়ার্ডে মোঃ আহসান হাবীব ভূইয়া, ৯ নং ওয়ার্ডে মোঃ আলমগীর ভূইয়া, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মোসাম্মৎ মরিয়ম বেগম, আসমা আক্তার ও রুমা আক্তার, এই ১০ জন সদস্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি পৃথক স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন।

তার বিরুদ্ধে উল্লেখযোগ্য লিখিত অভিযোগগুলো হচ্ছে, ২০২১ থেকে ২০২৫ (বর্তমান) পর্যন্ত স্বজনদের দিয়ে ট্যাক্স আদায় ও আত্মসাত, গালমন্দ করা, কাবিকা, কাবিটা, টিআর, এলজিএসপির কাজ কোন সভা না ডেকে নিজের পছন্দমত বাস্তবায়ন, ২৪ মাস ধরে ইউপি সদস্যদের সন্মানি ভাতা না দেওয়াসহ তাদের সাথে খারাপ ব্যবহার,ঠিকমত অফিস না করায় নাগরিকদের সেবা পেতে ভোগান্তি, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইউপি সদস্যদের অজ্ঞাতসারে একক সিদ্ধান্তে আদায়, মহিলাদের গর্ভকালীন ভাতা পরিষদে কোন সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে নিজের পছন্দমত লোকদের প্রদান, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের ১% টাকা আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ টাকার বিনিময়ে বয়স সংশোধনের নামে বাল্য বিবাহ সম্পন্ন করা,মাদক সেবন, ইউপি সদস্যদের সাথে অসদাচরণ। রোববার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে এবং সোমবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউপি সদস্যরা স্বশরীরে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব আওয়ামী পন্থী মেম্বারদের কাজ। এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল।আমি দুর্নীতিবাজ না, তাই আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি আগামী তিনদিন সরকারি কাজে চট্টগ্রাম আছি। তবে আমি শুনেছি মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউপির ১০ ইউপি সদস্যরা আমার কাছে ও জেলা প্রশাসক স্যারের কাছে লিখিত অভিযোগ করেছে। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD