মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা গত (৮ অক্টোবর) বুধবার মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার হযরত মাওলানা ওবায়দুল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলেহ উদ্দিন পীর সাহেব,অভিভাবক সদস্য হারুনুর রশিদ, জালাল মিয়া, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ মতিউর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মাহবুবুর রহমান ও মোঃ হাবিবুর রহমানসহ শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি আইটি ভিশনের পরিচালক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এস এম মোস্তাফিজুর রহমান বলেন, আমার মাদ্রাসার প্রথম সভা শুরুর আগে আমার দাদা হুজুর শ্রদ্ধেয় মরহুম মাগফুর পীরে কামেল মাওলানা আলীম পীর সাহেব (রাহ) কবর জিয়ারতের মধ্য দিয়ে আমার সভাপতি প্রথম অধিবেশন ও কার্যক্রম শুরু করি। এছাড়াও তিনি আরো বলেন আমাকে মাদ্রাসা শিক্ষা বোর্ড যে মূল্যায়ন করেছে আমি এলাকাবাসী নিয়ে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষামূলক কার্যক্রমে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করি।
এ ছাড়াও আমি আগামীতে মাধবপুর ইউনিয়নকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই। সকল ভেদাভেদ ভুলে আগামীতে মাধবপুর ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।