1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে দা‌য়িত্ব পালনকা‌লে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দেবিদ্বারে দা‌য়িত্ব পালনকা‌লে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পঠিত

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ৮ সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিকরা হলেন— দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণের শাহজালাল এবং এটিএন (এমসিএল) নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম সজিব।

স্থানীয় সূত্রে জানা যায়, উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাহেববাড়ির শাহজাহানের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার হামলা ও মামলা হয়েছে। সম্প্রতি শাহজাহানের পরিবার কমলা খাতুনের বসতবাড়ির একমাত্র প্রবেশপথে দেয়াল তুলে বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার উদ্যোগে সালিস ডাকা হয়।

এ বিষ‌য়ে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা সালিসের অদূরে হাকিম মিয়ার চায়ের দোকানে বসে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০), বিল্লাল (২৭) নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র লোক অতর্কিতভাবে সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা সাংবাদিকদের মারধর করে মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারকেও হামলার শিকার হতে হয়। হামলাকারীরা সোহরাবের পিতা জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেয়, তার মা নার্গিস বেগম ও স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে আহত করে এবং ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে দেয়।

গুরুতর আহত সাংবাদিক পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেন, আনোয়ার হোসেনসহ জাকির হোসেন, নার্গিস বেগম ও রুমি আক্তারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা সালিসের আগে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ২৫-৩০ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মোবাইল, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেয়।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া জানান, সালিস শুরু হওয়ার আগেই চায়ের দোকানে সংঘর্ষ হয় এবং তিনি সাংবাদিকদের রক্ষার চেষ্টা করেন।

দেবিদ্বার থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মাঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের খোঁজ নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD