1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে হোমনায় মহানবীকে কটুক্তির অভিযোগে আটককৃত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন, ৪টি মাজার ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ কুমিল্লায় অপহরণের পর অটোরিকশাচালক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩

কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও কার্যকরভাবে শেষ করার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন,”উন্নয়ন কাজ বিলম্বিত হলে জনগণের ভোগান্তি বাড়ে। সময়মতো কাজ শেষ করলেই সরকারের পরিকল্পনার সুফল পাবে সাধারণ মানুষ।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও সরকারের যুগ্মসচিব মো: শাহ আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ১৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,”সমন্বয়ের অভাব অনেক সময় উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই বিভাগ ও দপ্তরসমূহের মধ্যে কার্যকর যোগাযোগ ও সময়মতো প্রতিবেদন প্রদানের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী সভায় জনপ্রতিনিধি, প্রশাসন এবং উন্নয়ন সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন,”প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে জেলার উন্নয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠতে পারে।”
উল্লেখ্য, কুমিল্লা জেলার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আধুনিকীকরণ, সড়ক পরিবহন উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প।
সভার শেষাংশে জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার সকল কর্মকর্তাদের প্রতি সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও নিয়মিত প্রতিবেদন উপস্থাপনের অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD