চৌদ্দগ্রামপ্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মো. রেজাউল করিম রিপনকে সভাপতি, মো. আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও উৎপল চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট শুভপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার দলীয় প্যাডে গণঅধিকার পরিষদের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি এম এইচ তামজিদ ও সাধারণ সম্পাদক মো. মুজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনুমোদিত কমিটি আগামী দিনে শুভপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক ইউসুফ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মাইন উদ্দিন, অর্থ সম্পাদক মো. সফি উল্লাহ, সহ-অর্থ সম্পাদক মো. তানভীর, প্রচার সম্পাদক মনির হোসেন জিয়া, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা, সহ-নারী বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার, সদস্য মো. সিয়াম, আবুল বশার, মো. সাইফুল ইসলাম, মো. ফিরোজ, মো. ফারুক হোসেন, মো. আরিফ, নিজাম উদ্দিন, মো. সোহেল, মো. মনসুর, এমরান হোসেন, মো. শাহিন।