চৌদ্দগ্রামপ্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অন্তত দুই কোটি টাকা মূল্যের গার্মেন্টস্ পণ্য বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানা সূত্রে জানায়, সোমবার দিবাগত রাতে কেছকিমুড়া এলাকা থেকে গার্মেন্টস্ পণ্য বোঝাই কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৮০৬৮) অজ্ঞাতনামা দুইটি পিকআপে থাকা ৮-৯ জনের ডাকাতদল ব্যারিকেড দিয়ে ছিনতাই করে নিয়ে যায়। পরে ডাকাতদল কাভার্ডভ্যানের চালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে তাকে মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধিন কালিরবাজার এলাকায় ফেলে যায়।
ভুক্তভোগিদের মাধ্যমে সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাাসসুম এর নির্দেশে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় (জিপিএস লোকেশান ট্র্যাকিং এর মাধ্যমে) চাঁদপুর জেলার সদর থানা পুলিশের সহায়তায় হরিনাঘাট এলাকা থেকে পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় পণ্য বোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করে। এ সময় ডাকাতদলের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চৗদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ছিনতাইয়ের মাত্র ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে ছিনতাই হওয়া পণ্য বোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।