
ট্যাং কারখানায় অভিযান, ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
গোলাম হোসাইন তামজিদ ।। মঙ্গলবার ( ২৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় ইফতারি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা, ল্যাবে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করা ও ওজনে কারচূপির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেসার্স আজাদ ফুড নামের একটি ট্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।