1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু - Dainik Cumilla
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আর খায় না পি আর গায়ে মাখে- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু বরুড়ায় সরকারি খাল দখল, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসকে ট্রাকের ধাক্কা, আহত ৪ চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর লাকসাম পৌরসভা ও উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ দেশি-বিদেশি অনেক শক্তিই বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে -কুমিল্লায় বরকতউল্লাহ বুলু কুমিল্লায় স্বামী-স্ত্রী ও ২ সন্তান নিহত: উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) মামলা তুলে নেয়াসহ সন্ত্রাসীর খুন করার হুমকি দিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে

চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিষধর সাপের কামড়ে মো. ফারহান রিয়াজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিয়াজ উপজেলার গুনবতী ইউনিয়নের রাজভল্লবপুর গ্রামের উত্তরপাড়ার মো. ইউছুফ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত অনুমান সাড়ে নয়টায় একই ইউনিয়নের রাজভল্লবপুর গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহান রিয়াজ গত শনিবার বিকাল সাড়ে ৪টার সময় বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য ঘর থেকে বের হয়। রাত নয়টা বেজে গেলেও ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে ওইদিন রাত সাড়ে ৯টায় রিয়াজকে বাড়ির পাশের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে দ্রুত গুনবতী বাজারস্থ ‘অলি আহম্মেদ ডায়াগনস্টিক সেন্টার’ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাতেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

এ ব্যাপারে ‘অলি আহম্মেদ ডায়াগনস্টিক সেন্টার’ এর বিশেষজ্ঞ চিকিৎসক মো. মঞ্জুর আহম্মেদ সাকি জানান, শনিবার রাতে সাপে কাটা একজন রোগিকে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

নিহতের বড় ভাই মো: রুবেল জানান, রোববার বিকাল ৪টার সময় কারেন্ট জাল বসানোর জন্য আমার ভাই বাড়ি থেকে বের হয়। পরে রাত বেশি হওয়ায় রিয়াজ ঘরে ফিরে না আসায় আমরা তাকে খোঁজার জন্য বের হই। পরে বাড়ির পাশের জমিতে গিয়ে দেখি তার নিথর পরে আছে। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গুনবতী বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD