1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাংচুর কুমিল্লায় শিশু সায়মনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে চেক বিতরণ

চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অন্যান্য সামাজিক সমস্যা নিরসনকল্পে স্থানীয় সাধারণ জনগণের সাথে থানা পুলিশের মুক্ত আলোচনা সভা বা ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবুন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের পরামর্শ ও গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত সমস্যা ও সংকট নিরসনে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, পৌরসভা বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হারুন অর রশিদ মজুমদার, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূল সহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার স্বাভাবিক পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন। মাদক সেবনকারী, চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশ বরাবরই আপোষহীন। তাদের বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শমূলক বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD