চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মনোনীত হলেন মো. রিয়াজ উদ্দিন। তিনি ইউনিয়নের ঘোলপাশা গ্রামের মো. রেশমত আলীর সুযোগ্য সন্তান। ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত গত ২৫ জুলাই ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি দীর্ঘদিন যাবৎ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র রাজনীতির সাথে সংযুক্ত থেকে দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে আসছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক মো. রিয়াজ উদ্দিনকে ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তার নিজ এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এ বিষয়ে ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র নব মনোনীত স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, আমাকে ইউনিয়ন বিএনপি’র একটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মো. কামরুল হুদা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রিয়াজ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রদত্ত পদের যথাযথ মর্যাদা রক্ষা করে একজন নিবেদিত সাধারণ কর্মী হিসেবে ইউনিয়ন বিএনপি’র অগ্রযাত্রায় এবং চৌদ্দগ্রামের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন, জননেতা কামরুল হুদাকে এমপি হিসেবে সংসদে পাঠাতে নিরলসভাবে পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া কামনা করছি।