নাঙ্গলকোট প্রতিনিধি:
আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই.এফ.এস এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিজয়ীদের উল্লাস শনিবার দিন ব্যাপী নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইএফএস পরিচালক আমিনুল হক মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ডরিন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
আই.এফ.এস পরিচালক কবি আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় বিজয়ীদের উল্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন আই.এফ.এস সাবেক সভাপতি ও বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, আই.এফ.এস পরিচালক লন্ডন প্রবাসী ব্যবসায়ী মহিন উদ্দিন মজুমদার, লিন্নাস গ্রুপ চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক ছাত্র নেতা মাঈনুল হক মজুমদার বাবলু, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দৈনিক সমকাল মাল্টি মিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজু, সাইফুরস লাকসাম ব্রাঞ্চ পরিচালক নাজিম উদ্দিন, বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, তুলাতুলি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন বিএসসি প্রমুখ।
অনুষ্ঠানে জিপিএ ৫ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, গান, স্পোকেন ইংলিশ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ টাকা, মিষ্টি ও ফুল তুলে দেন অতিথি বৃন্দ।