1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন

চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক কসাই সফিউল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে লাকসাম পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সফিউল্লার বহিষ্কারাদেশে লাকসাম পৌরসভার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

এদিকে, গত ২৬ জুলাই রাতে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলায় সফিউল্লাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ খবর প্রকাশ করায় সফিউল্লার ছোট ভাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেফায়েত হোসেন রায়হান সাংবাদিকদের হুমকি দেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় পদপদবী ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করায় অধিকাংশ নেতাকর্মী রায়হানকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন। চাঁদাবাজিসহ নানা অপকর্মে অতিষ সাধারণ জনগণ তাদের দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD