নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক কসাই সফিউল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে লাকসাম পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে সফিউল্লার বহিষ্কারাদেশে লাকসাম পৌরসভার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।
এদিকে, গত ২৬ জুলাই রাতে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলায় সফিউল্লাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ খবর প্রকাশ করায় সফিউল্লার ছোট ভাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেফায়েত হোসেন রায়হান সাংবাদিকদের হুমকি দেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় পদপদবী ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করায় অধিকাংশ নেতাকর্মী রায়হানকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন। চাঁদাবাজিসহ নানা অপকর্মে অতিষ সাধারণ জনগণ তাদের দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।