আবু কোরাইশ আপেল:
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামী ও প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগমকে গ্রেপ্তার এবং অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও স্থানীয়রা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধরা জড়ো হয়ে অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এতে নারী ও পুরুষসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী শাহনাজ বেগম একাধিক ছাত্র হত্যা মামলার আসামি। তারা প্রশ্ন রেখে বলেন একজন হত্যা মামলার আসামি কিভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন? মানববন্ধনে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেন অনতিবিলম্বে শাহনাজ বেগমকে গ্রেপ্তার এবং তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সিয়াম মোল্লা বলেন,আমার ভাইয়েরা যখন কবরে,তখন হত্যা মামলার আসামী প্রকাশ্যে অবাধে চলাফেরা করে। তিনি বারপাড়া ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তার দাবী এটা শহীদের রক্তের সাথে প্রহসন। তিনি শাহনাজ বেগমের গ্রেফতার এবং অপসারণ দাবি করেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।