নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন গাগৈর খালে নাসরিন আক্তার (২৬) নামে এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। নাসরিন নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মোহাম্মদ সোলাইমানের কন্যা।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যুবতীর লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।
নাসরিনের পিতা মোহাম্মদ সোলাইমান বলেন, আমার মেয়ে কিছুটা অসুস্থ। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় সে মারা গেছে খবর পেয়েছি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, সে একজন মৃগী রোগী, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কোন অভিযোগ না পেলে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।