নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতি ও নাঙ্গলকোট কমিউনিটি বেইজড ডায়াবেটিস হসপিটালের আয়োজনে বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে হসপিটাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতি সাধারণ পরিষদ সদস্য বশিরুজ্জামান খান ও শোয়াইব খন্দকার।
নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতির প্রকল্প সমন্বয়ক ও কোষাধ্যক্ষ আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বারডেম হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ মিলন, নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাবুল, নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালক সাখাওয়াত হোসেন শাহীন, ধাতিশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ শিক্ষক ও ডায়াবেটিস সমিতি আজীবন সদস্য মাওলানা ওবায়েদ, সাধারণ পরিষদ সদস্য পল্লী চিকিৎসক ডাক্তার মোসলেহ উদ্দিন, মাওলানা রুহুল আমিন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, যুগ্ম আহ্বায়ক আবু আহম্মেদ। এছাড়াও নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতির কর্মকর্তা, কর্মচারি ও সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতি সাবেক এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট এয়াছিন তালুকদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হোসেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতি সাধারণ পরিষদ সদস্য রফিকুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম শিবলু প্রমুখ।