1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ হলেই গণতন্ত্র রুদ্ধ হয় – ডক্টর ইমরান আনসারী কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জন আটক কুমিল্লায় নামিদামি ব্র্যান্ডের বস্তায় স্থানীয় চাল, দুই রাইস মিলকে জরিমানা কুমিল্লায় সেই ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীর ওপর হামলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হচ্ছে ১০ লেন, সমীক্ষা শেষ চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের দত্তসার দীঘি এলাকায় একটি পিকআপ গাড়িতে আগুন লেগে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসার দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ম-১১-২১৬৫) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পিকআপ গাড়ীটির ইঞ্জিন সহ সামনের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান সুজন আরও জানান, আগুন লাগার পর থেকেই পিকআপ ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় আগুন লাগার সঠিক কারণ জানতে পারিনি। প্রাথমিকভাবে ধারণা করছি, গাড়ীর ইঞ্জিন গরম হওয়ার কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। গাড়ীটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD