চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ মো: ছুট্টু নামে এলাকার চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিরা স্থানীয়দের উপর হামলা চালায়। হামলায় কামরুল হাসান ও আব্দুল হালিম নামে স্থানীয় দুই যুবক আহত হয়েছে। এ সময় হামলাকারীরা কামরুল হাসানের একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন নানকরা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগিদের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের মো: ছুট্টু গত সোমবার রাতে ভারত সীমান্তবর্তী আমজাদের বাজারস্থ দূর্গাপুর এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে মহাসড়ক হয়ে নানকরার দিকে যাচ্ছিল। এ সময় দূর্গাপুর গ্রামের কামরুল হাসানসহ স্থানীয় আরও কতিপয় যুবক তাকে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় যুবকরা মোটরসাইকেলযোগে ধাওয়া করে নানকরা এলাকায় গিয়ে ইয়াবাসহ ছুট্টুকে আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ছুট্টুর সহযোগী মিজানুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয়দের উপর হামলা চালায়। হামলায় আবদুল হালিম ও কামরুল হাসান নামে দুই যুবক আহত হন। এ সময় হামলাকারীরা আবদুল হালিমের মোবাইল ফোন ও কামরুল হাসানের একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত আবদুল হালিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় কামরুল হাসান বাদি হয়ে মো: ছুট্টু ও মিজানুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘মাদক কারবারিদের হামলায় স্থানীয় দুই যুবক আহত হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’