1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর বাড়ীর ছাদে ছাদে শোভা পাচ্ছে মে ফ্লাওয়ার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

কুমিল্লা নগরীর বাড়ীর ছাদে ছাদে শোভা পাচ্ছে মে ফ্লাওয়ার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৫ বার পঠিত

সাকলাইন যোবায়ের:

কুমিল্লা নগরীর বেশ কয়েকটি বাড়ির ছাদে মে ফ্লাওয়ার ফুটেছে। মে ফ্লাওয়ার দেখলে মনে হয় একটি আস্ত গোলাকার ফুল। আসলে তা নয়। বৃত্তটি অনেকগুলো ফুলের সমন্বয় গঠিত অপূর্ব ‘মে ফ্লাওয়ার’। রক্তিম আভায় উজ্জ্বল হয়ে প্রকৃতিতে দারুণ শোভা ছড়ায় মে ফ্লাওয়ার ।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কাজী এনামুল হক ফারুকের বাড়িতে লাল টকটকে মে ফ্লাওয়ার ফুটেছে। প্রতি বছর তাদের বাড়িতে মে ফ্লাওয়ার ফোটে বলে জানান। তিনি বলেন যেহেতু বছরের শুধু মে মাসে এ ফুলটি ফোটে তাই প্রতিদিন অনেক দর্শনার্থী মে ফ্লাওয়ার দেখার জন্য এখানে আসেন ছবি তুলেন ফুলের সাথে।

নগরীর তেলিকোনা চৌমুহনীর পাশে কাটাবিল মুন্সিবাড়ির ফাতেমা আক্তারের বাড়ি ও একই এলাকার স্নিগ্ধা কাসানার বাড়ির ছাদে মে ফ্লাওয়ার ফোটেছে।

সারা বছর মে ফ্লাওয়ার গাছের কাণ্ডটি মাটির নিচে থাকে। মে মাস এলেই মাটি ভেদ করে মে ফ্লাওয়ার তার অস্তিত্ব জানান দেয়। বৃত্তাকার ফুলটি মাথা উঁচু করে জানান দেয় তার আপন অস্তিত্ব।

কদম ফুল যেমন অনেকগুলো ফুলের সমন্বয়ে একটি ফুলে রুপান্তরিত হয়। মে ফ্লাওয়ারও ঠিক তেমনি অনেকগুলো ফুলের সমন্বয়ে গঠিত একটি ফুল।

প্রায় ২০০ ফুলের সমন্বয়ে গঠিত ‘মে ফ্লাওয়ার’ এর পুষ্পবৃত্ত। একেকটি ফুলে রয়েছে ৬টি পাপড়ি আর ৭টি পুংকেশর। যা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। ফুলটি মে মাস বা তার একটু বেশি সময় পর্যন্ত থাকে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও উদ্ভিদ গবেষক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন ঢাকা মেইলকে বলেন, মে ফ্লাওয়ারের ইংরেজি নাম Blood Lily। বৈজ্ঞানিক নাম Scadoxus multiflorus এবং পরিবার Amarllidaceae। এই গাছের বৈশিষ্ট্য হলো- প্রথমে ফুল আসে, তারপর পাতা আসে।

ফুলটির নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, এটার কাণ্ড সারাবছর মাটির নিচে থাকে। ইংরেজি মে মাসে মাটি ভেদ করে ফুলটি বের হয়। এ Amarllidaceae পরিবারের কোনো একটা ভ্যারাইটি মে মাসের শুরুতে ফোটে বলে এ জাতীয় ফুলগুলোর নাম ‘মে ফ্লাওয়ার’ রাখা হয়েছে। তবে সবগুলো মে মাসের প্রথম তারিখে ফোটে না।

একটি বৃত্তে অসংখ্য ফুলের আমবেল জাতীয় গোলাকার পুষ্পবিন্যাস। এ বিন্যাসে ২০০টির মতো ফুল একত্রে মিশে থাকে। ফুলগুলোর মাথায় হলুদ রঙের পুংকেশর থাকে।

গাছটির প্রকৃতি সম্পর্কে তিনি বলেন, এটি Bulbous Plant অর্থাৎ, পেঁয়াজের মতো অংশ থাকে নিচে। অনেকগুলো আবরণের সমষ্টি হলো পেঁয়াজ। পেঁয়াজে যেভাবে অনেকগুলো আবরণ থাকে, তেমনি এই গাছটিতেও। এই আবরণগুলোকে ‘ভাল্বাস’ বলে।

মে ফ্লাওয়ার সম্পর্কে ড. আতাউর রহমান বলেন, এটা কিন্তু ‘পয়জনাস প্লান্ট’ অর্থাৎ, কিছুটা বিষাক্ত জাতীয় উদ্ভিদ। যেসব ছাগল বা ভেড়া এর পাতা খায় তাদের শরীরে কিন্তু বিষক্রিয়া হয়। আফ্রিকাতে এই বৃক্ষটির কস বা রস ‘অ্যারো-পয়জন’ শিকার করার জন্য তীরের আগায় এর কস ব্যবহার করা হয়। এছাড়াও ‘ফিসিং-পয়জন’ অর্থাৎ মাছ শিকারে এর ব্যবহার রয়েছে। দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী ওষুধেও এ বৃক্ষটি ব্যবহার করা হয়।

সাউথ আফ্রিকা, ওয়েস্ট অফ্রিকা, ঘানা, আইভরিকোস্ট, সাইবেরিয়া, মেক্সিকো প্রভৃতি দেশে এই মে ফ্লাওয়ারটির বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। এটি আমাদের দেশের বনাঞ্চল বা বনভূমির উদ্ভিদ নয়। আমাদের দেশের সৌখিন বৃক্ষপ্রেমীরা এ ফুলটিকে টবে লাগান বলে জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং উদ্ভিদ গবেষক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD