1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের - Dainik Cumilla
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় গার্মেন্টস পণ্য ছিনতাই, ৪৮ ঘণ্টায় মধ্যেই মালসহ ছিনতাইকারী চক্রের সক্রিয় ১ কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ডিসি, এসপি, ভিসিসহ ২৬ জন চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের দেশে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের কুমিল্লায় পৃথকভাবে যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা গোলাবাড়ি সীমান্তে ১৩ জনকে বিএসএফের পুশইন মোবাইলে কথা বলার সময় ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পরে যুবকের মৃত্যু কুমিল্লায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড চৌদ্দগ্রামে উন্নয়ন প্রকল্পের নামে হয়েছে হরিলুট কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৮৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মো: আরিফ (২২) নামে এক সন্ত্রাসী প্রকৃতির যুবকের ছুরিকাঘাতে মো: মামুন (২৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মামুনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২১ মে) রাত সাড়ে নয়টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা বাজারস্থ মোস্তফা মার্কেটের সামনে। অভিযুক্ত আরিফ একই ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পশ্চিম পাড়া মৌলভী বাড়ীর মৃত আনা মিয়ার ছেলে এবং ভুক্তভোগি মামুন ঘোলপাশা গ্রামের উত্তর পাড়ার মৃত দুধু মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি মামুন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিফ ও ভুক্তভোগি মামুন দীর্ঘদিন ধরে ঘোলপাশা এলাকায় একসাথে রাজমিস্ত্রির সহকারীর (হেলপার) কাজ করতো। রাজমিস্ত্রির কাজ করা নিয়ে পূর্ব বিরোধের জেরে গত বুধবার সকালে অভিযুক্ত আরিফ বাদী মামুনকে ঘোলপাশা বাজারে পেয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এতে মামুন প্রতিবাদ করলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় আরিফ। পরে ঐদিন রাত অনুমান সাড়ে নয়টায় মামুনকে ঘোলপাশা বাজারে একা পেয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা অভিযুক্ত আরিফ উপর্যুপরি ছুরিকাঘাত এবং বেধড়ক মারধর করে। এতে তার ডান কপাল, ডান চোখের উপরিভাগে মারাত্মক কাটা-ছেড়া রক্তাক্ত জখম হয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়। এ সময় মামুন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী আরিফ মামুনকে প্রাণনাশের হুমকি দিতে দিতে পালিয়ে যায়। পরে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগি মামুন অভিযুক্ত আরিফের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হিশাম উদ্দিন জুনায়েদ জানান, ভুক্তভোগি কর্তৃক থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD