নাঙ্গলকোট প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে আলোচনা ও বর্ধিত সভা শনিবার বিকালে নাঙ্গলকোট গোল্ডেন টাইম রিসোর্ট কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল আফছার নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার, অধ্যাপক মোশাররফ হোসেন, কলিম উল্লাহ, এনাম ভূঁইয়া, আলী আক্কাস, লায়ন ইলিয়াস মজুমদার, আবু সায়েম আজাদ, শহীদুল্লাহ্ ভূঁইয়া, আরিফুল আলম নোমান, উপজেলা বিএনপি সদস্য গোলাম রসূল, অধ্যাপক মাহবুবুল হক মজুমদার, মাস্টার মমতাজুল করিম, মিজানুর রহমান মজুমদার, এডভোকেট আবুল বাশার, সায়েম মজুমদার শিপু, কাজী জসিম উদ্দিন, এডভোকেট শাহাদাত হোসেন দুলাল, হাজী জসিম উদ্দিন, এডভোকেট কামরুল ইসলাম।