নাঙ্গলকোট প্রতিনিধি :
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে সুন্দর বন সাহিত্য পরিষদের পরিচালনায় সাহিত্য হোক সার্বজনীন শীর্ষক আলোচনা সভা শুক্রবার বিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী, প্রধান আলোচক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশ অশোক ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক ও সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা জ্যাম্বস কাজল।
সুন্দর বন সাহিত্য পরিষদ মহাসচিব মঞ্জুর হোসেন ইছার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা নার্গিস আসমা, সুন্দরবন সাহিত্য পরিষদ ইতালি সভাপতি সাজ্জাদ হোসেন জামাল, গীতিকার ও উপন্যাসিক প্রফেসর আমির হোসেন, সাংবাদিক ও সাহিত্যিক ইমামুল ইসলাম রানা, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, মিলিয়ন গ্রুপ পরিচালক জিন্নাত আর ইফা, সাউথ এশিয়া সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন, সাহিত্যিক জামাল মুন্না, কবি শায়না আফরোজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকতা ও সামাজিকতায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীসহ সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।