নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নব গঠিত কমিটির সভাপতি তৌহিদ উল্লাহ মজুমদার রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এবি এম আবুল কাসেম। প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী।
অনুষ্ঠান শুরুতে নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি মাস্টার আবুল বাশার, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মজুমদার, শ্রীফলিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা তাজুল ইসলাম, স্কুল শিক্ষক বেলাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল খান, সাবেক অভিভাবক সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সমাজ সেবক নুরুল আমিন আজাদ, শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুল হক, শ্রীফলিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোবারক খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ উল্লাহ মিঠু, সাবেক অভিভাবক সদস্য মাওলানা ফজলুল হক, বিএনপি নেতা বাহার উদ্দিন, ব্যবসায়ী কামরুল হাছান শাহীন, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফ উদ্দিন ভূঁইয়া, সমাজ সেবক আব্দুল কাদির, মঈলনুল ইসলাম লিটন, সাবেক অভিভাবক সদস্য নাছির উদ্দীন, মাস্টার আব্দুল মমিন, যুবদল নেতা হাজী মাহবুব, মহসিন, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি পারভেজ মজুমদার, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ খোকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ফুলগাঁও ফাজিল মাদরাসা প্রাক্তন আরবী প্রভাষক মাওলানা আব্দুল গফুর।