1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সংঘর্ষে গ্রেফতার ১৭, শিক্ষার্থী শূন্য অবস্থায় মাশিকাড়া উচ্চ বিদ্যালয় - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সংঘর্ষে গ্রেফতার ১৭, শিক্ষার্থী শূন্য অবস্থায় মাশিকাড়া উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সংঘর্ষে গ্রেফতার ১৭, শিক্ষার্থী শূন্য অবস্থায় মাশিকাড়া উচ্চ বিদ্যালয়

দেবিদ্বার প্রতিনিধি।

কুমিল্লার দেবীদ্বারে স্কুলছাত্রীকে যৌনহয়রানির অভিযোগে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। ঘটনার পর থেকে স্কুলটিতেও উপস্থিত হয়নি কোনো শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ঘটনার তিনদিন অতিবাহিত হলেও পুলিশের অব্যাহত অভিযানে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। জুমার নামাজেও মুসল্লিদের উপস্থিতি কম ছিল। স্থানীয় মাশিকাড়া বাজারে দোকানপাট খুলেনি ব্যবসায়ীরা।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত মাশিকাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় সংঘর্ষের পর থেকে মাশিকাড়া, শালতলা, পদ্মকোটসহ আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত প্রধান শিক্ষককে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শফি উল্ল্যাহ একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখান। পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি আরেকটি মামলা করে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার আহমেদ মলি। শুক্রবার বিকেল পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোকতল হোসেন, শাকতলা গ্রামের ডাক্তার বশির আহাম্মেদ ভূঁইয়ার ছেলে লুৎফুর কবির ভূঁইয়া সোহাগ (৩১), আবুল কালাম আজাদ ভূঁইয়ার ছেলে মনিরুজ্জামান ভূঁইয়া প্রকাশ জামান ডাক্তার (৪৮), মোখলেছুর রহমানের ছেলে আলী আশ্রাফ (৪৭), মৃত শরবত আলীর ছেলে মো ছবুর (১৯), মাশিকাড়া গ্রামের মো. সেলিমের ছেলে শাহ পরান (৩০), মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো ওয়াজকুরুনি (৩৫), হামলা বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মো জাহাঙ্গীর আলম (৫০), পদ্মকোট গ্রামের মৃত জব্বার আলীর ছেলে মো. ইউনুছ (৩৬), আবুল কাশেমের ছেলে মো জিয়াউর রহমান (৩২), হোসেনপুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে আব্দুল কাদের (৫৫), স্থানীয় ইউনিয়ন মেম্বার মমিনুল হক মুন্না (৪২), আওয়ামী লীগ নেতা আশেক এলাহী (২৭), আবুল হাসেম (৩২), ফয়সাল (২২), মামুন (৪২) ও সোলেমান (২৪)।

এর আগে দেবীদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক মো মোকতল হোসেনকে অবরুদ্ধ করেন ছাত্রছাত্রীরা। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বলেন, এ দুদিনে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠান কয়েকজন শিক্ষক মিলে উদযাপন করি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD