ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
শুক্রবার( ১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা কালেক্টরেট মসজিদে কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা গোলাম সারওয়ার,
ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ইসলামিক ফাউণ্ডেশনের সদর ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম,মাও জাকির হোসেন,কারা মসজিদের ইমাম,মাওলানা জোনায়েদ,ধর্ম সাগর হাফেজ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউণ্ডেশন কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল তাবারুক বিতরণ করা ইসলামের শরিয়ত সাপোর্ট করে । বঙ্গবন্ধু দেশে ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ইসলামের ধর্মীয় মূল্যবোধের প্রতি তাঁর অনুগত্যই তা প্রমাণ করে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ প্রতিষ্ঠা করছেন যা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।