1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্য দিবালোকে মো: অলী আহমেদ মজুমদার নামে এক ব্যবসায়ীর মালিকানাধিন ফসলী জমির মাটি লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে। লুটকৃত এ মাটি যাচ্ছে আশেপাশের কয়েকটি ব্রিকস ফিল্ডে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি ওই ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে প্রতিকার চেয়েছেন।

ভুক্তভোগি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আলী আহমেদ ভূঁইয়া খোকন ও নেজাম উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে ছাতিয়ানী মৌজার ৭১৭নং খতিয়ানের ১৪৪৬নং দাগের ব্যবসায়ী অলী আহমেদ মজুমদারের খরিদা সূত্রে মালিকানাধিন ২৮ শতক ফসলী জমির মাটি কেটে ট্র্যাক্টরে ভরে আশেপাশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করতে থাকেন। পরে স্থানীয়দের মাধ্যমে ভুক্তভোগি ব্যবসায়ী অলি আহমেদ মজুমদার বিষয়টি জানতে পেরে স্থানীয় তহসিলদারের স্মরনাপন্ন হন এবং বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে মৌখিকভাবে অবহিত করেন। এছাড়াও তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশি সহযোগিতা চাইলে পুলিশ তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।

ভুক্তভোগি অলী আহমেদ মজুমদার সাংবাদিকদের জানান, আমার নিজগ্রামের মৃত গোলাপ হোসেন ভ‚ঁইয়ার ওয়ারিশদের নিকট থেকে ২৮ শতক জায়গা খরিদ করে মালিকানা ও দখল স্বত্ত¡বান হই। সোমবার সকালে একটি প্রভাবশালী মহল প্রকাশ্য দিবালোকে আমার ওই ফসলী জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে স্থানীয় একতা বাজারস্থ একটি ব্রিকস ফিল্ডে নিয়ে যাচ্ছে। আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাদের এ কাজে বাধা প্রদান করি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করে সহযোগিতা চাই। এরপর তারা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

এ ব্যাপারে অভিযুক্ত আলী আহমেদ ভূঁইয়া খোকনের বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কলটি না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, অলী আহমেদ মজুমদার নামে একজন ব্যবসায়ী তার ফসলী জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার বিষয়ে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যে ইউনিয়ন মাটি কাটা প্রতিরোধ কমিটিকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে মুন্সীরহাট ইউনিয়ন তহসিলদারকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD