1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা আটক চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শেখ হাসিনা ও কামালকে ফাঁসি, সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা–ছেলেকে ছুরিকাঘাতে হত্যা বাঘের হাত থেকে বাঁচার জন্য যেমন একজন ব্যক্তি চেষ্টা করে ঠিক সেরকম শক্তি দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করতে হবে-এটিএম মাসুম বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার

বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

 

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা পড়তে শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি অঞ্চলের গরিব ও অসহায় মানুষ শীতের কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। এলাকায় দেখা দিয়েছে জ্বর-সর্দিসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা পড়তে শুরু হয়েছে। গত বুধবার শীত ও কুয়াশা বৃদ্ধি পাওয়ায় দিনভর সূর্যের আলোর দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় সড়কে দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এমন আশঙ্কায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের নির্দেশে পুলিশ সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছেন। এদিকে শিশুসহ অনেকের মধ্যে জ্বর, সর্দি, হাঁপানিসহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে রোগী আসছে বলে জানা গেছে। ঘন কুয়াশায় উপজেলার বিভিন্ন স্থানে ধানের বীজতলাও নষ্ট হচ্ছে। এ হাড়কাঁপানো শীতে কৃষক মাঠে নামতে পারছেন না। গ্রামঞ্চলের লোকজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন। স্থানীয় হাটবাজারে শীতবস্ত্র ও পুরোনো গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। দাম বেশি থাকায় দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন শীতবস্ত্র কিনতে না পেরে অসহায় বোধ করছেন। বিশেষ করে পাহাড়ীঞ্চলের দিনমজুর পরিবারগুলো এখন শীতে কাহিল। সন্ধ্যার পরই জেলা-উপজেলা শহরগুলোয় জনসমাগম কমে যায়। পাহাড়িঞ্চলসহ দুর্গম অঞ্চলে শীতের প্রভাব বেশি। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অন্যান্য বছরের তুলনায় এবার শীতবস্ত্র/কম্বল বিতরণ এখনো তেমন শুরু হয়নি। যাও হচ্ছে চাহিদার তুলনায় অপ্রতুল। শীতবস্ত্র বিতরণ মানুষের কষ্ট লাঘবে আরো জোরাল ভূমিকা রাখার আহ্বান সচেতন মহলের।
বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার জানান, সরকারি ভাবে প্রতি বছর শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবার এখনো সরকারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাঠানো কম্বল আসেনি। আমরা যোগাযোগ করছি।আশা করি কিছু দিনের মধ্যে চলে আসবে। এলে দ্রুত সময়ের মধ্যে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেব, ইনশাআল্লাহ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD