1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী শুভ্র - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী শুভ্র

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

         স্টাফ রিপোর্টার ।।

জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কুমিল্লার স্থানীয় এক সাংবাদিক মানবাধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়িক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। ২০১৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছে নাই।সন্ত্রাসীরা এতটাই বেপোরোয়া যে তারা কাউকে ভ্রুক্ষেপ পর্যন্ত করে না । তার আইনি প্রশাসনিক নিরাপত্তা সহ আইনগত সুরক্ষার কোন ধরনের ফল না পেয়ে হতাশ এই তরুণ সাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী।

সম্প্রতিএকটি অভিযোগ জমা দেন কুমিল্লা কোতোয়ালি থানায় । এস ডি আর নাম্বার-২২২৪। অভিযোগে জানা যায়, তিনি মানবধিকার কর্মী ও মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ও মওদুদ বিল্ডার্সের একক স্বত্বাধিকারী । মামলায় আসামীদের পক্ষের সক্রিয় চেনা জানা লোকজন এই বিবাদীর মোবাইল নাম্বারে হুমকি প্রদান করে আসছে। অপরাধীরা বিভিন্নভাবে মওদুদ শুভ্রকে নাজেহাল, মারধরসহ চাঁদাদাবী করছে। এমনকি প্রকাশ্যে এসেও হুমকি ধমকি প্রদান করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মওদুদ শুভ্র’কে হত্যার উদ্দেশ্য উক্ত সন্রাসীরা ছুরিকাঘাত করে। তখন এই সন্ত্রাসী বাহিনীদেরকে পুরাপুরি সনাক্তকরতে না পেরে থানায় মামলা করতে পারা যায়নি এবং আসামীরা বেশীর ভাগ আওয়ামীলীগ দলের নেতাদের অনুসারী হওয়ায় সকল স্থানে আধিপত্য বিস্তার করে আসত।পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থল এবং তারপরেও তাকে সক্রিয় ভাবে আহত করার পর পুণরায় এসে চাদা দাবি করায় আসামিদের চিহ্নিত করে অজ্ঞাতনামাসহ আরো কিছু আসামিদের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়।

নির্যাতিত মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরো জানান,মামলা দায়েরের পর প্রশাসন সহ যৌথ বাহিনী আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আসামিরা পলাতক থাকায়, আসামি পক্ষের পরোক্ষ লোকজন ১০/১২ জন অচেনা মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ছদ্মবেশে মোটর সাইকেল, প্রাইভেটকার ইত্যাদি দ্বারা মওদুদ শুভ্র’র চলাফেরা, গতিবিধি অনুসরণ করে হুমকি দেয়। চাঁদার টাকা না পেলে আমাকে যেকোন উপায়ে হত্যা, সহ গুম,খুন করবে করার। মওদুদ শুভ্রেকে মিথ্যা মামলা দিয়ে এবং সে অথবা তার পরিবার পরিজন দেরকে যে কোন ক্ষয় ক্ষতি করবে বলে প্রকাশ্যে,মোবাইল ফোনে ও এস এম এস দিয়ে আসছে । বলে-মওদুদ শুভ্র যদি চাদার টাকা না দেয়,তাহলে যে কোন মুহুর্তে তার ও তার পরিবারের সদস্যদের সহ আপত্তিকর তথ্য বিভ্রান্তি সহ জান,মাল ও প্রানের যে কোন ধরনের ক্ষয় ক্ষতি করবে।ইতিমধ্যে তারা ভিক্টিম মওদুদ শুভ্রের ফেসবুক আই ডি হ্যাকিং করেন ও নানাবিধ অপরাধের আশ্রয় নিচ্ছে বলে জানান তিনি।

মাসিক মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন বলেন- মওদুদ শুভ্র মানবিক ও সামাজিক উচ্চ শিক্ষিত মানুষ। তার উপর বিগত দিনের এইরকম বর্বরতার মূলক আক্রমণ তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা সহ বর্তমানে যে বা যারা তাকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে সহ বিভিন্ন চক্রান্ত করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এড: সাইদ শাওন বলেন- মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। বিগত দিনও তাকে নানাবিধ ষড়যন্ত্র করে গুম খুন হত্যা করার চেস্টা সন্ত্রাসী সহ কিছু অন্যায়কারীরা করে আসছিলো। তার উপর এই রকম সন্ত্রাসী আক্রমন ও বর্তমানেও উক্ত সন্রাসী মহল সহ যে বা যারা তার সাথে অপরাধের আশ্রয় অন্যায় করছে, কুমিল্লার পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর উক্ত মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ সকল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।তিনি আরো বলেন মওদুদ শুভ্র- একজন মানবাধিকার কর্মী, এতে তার মানবাধিকার সহ আইনি সুখাধিকার চরম মাত্রায় বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ
মো: মহিনুল ইসলাম বলেন , পুলিশ এই মামলাটির আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি জানান অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তারসহ তথ্য সুত্রে মুল আসামিকেও আইনের আওতায় আনা হবে।এই বিষয়ে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD