1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে র‌্যাবের অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

দেবিদ্বারে র‌্যাবের অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের করেছে র‌্যাব-১১। সোমবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর গ্রামের আইয়ুব খানের ছেলে মো. দিপু, কুল্লা পাথর গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মো. কামরুল ইসলাম, কামালপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে মো. ছুটন মিয়া, নোয়াগাঁ গ্রামের টুনু মিয়ার ছেলে শিপন এবং কামালপুর গ্রামের বাছির মিয়া এর ছেলে মো. মাহফুজ। র‌্যাব-১১ জানান, দেবিদ্বার উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পরিবহণ করছিলেন মাদক ব্যবসায়ী চক্র। এমন সংবাদে র‌্যাব-২ সিপিসি-২, কুমিল্লার একটি দল ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে নিয়োজিত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। পিকআপ গাড়িতে মাছের ড্রামের মধ্যে অভিনব কৌশলে লুকানো ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতেন। এছাড়াও তাঁরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহন করতেন। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ সাইফুল্লাহ বলেন, কুমিল্লা র‌্যাব-১১ এর একটি টিম দেবিদ্বার থানায় বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ মাদক কারবারীকে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাদের কুমিল্লা আদালতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD