1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ বার পঠিত

কুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন

 

মোস্তাফিজুর রহমান।।
গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে কুমিল্লা পূবালী চত্বরে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিবাদে অনশন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির হামজা মাসুম।
বেপরোয়া ভাবে বৃদ্ধি পাওয়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে একাই প্রতিবাদ শুরু করেন মাসুম। শুরুটা একা হলেও সেই প্রতিবাদের সারিতে মাসুমের মতো আরো অনেকেই এসে দাড়িয়েছে নিজ থেকে।
এবিষয়ে জানতে চাইলে মাসুম বলেন, আমি এখানে সরকারের বিরুদ্ধে অবস্থান নেইনি। আমি এখানে প্রতিবাদ করছি দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির নাটের গুরু ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে। দেশে প্রায় ১৮ কোটি মানুষ কিন্তু কেউ ভয়ে প্রতিবাদ করছে না। কেউ না কেউ তো শুরু করতে হবে। তাই আমিই এই কুমিল্লা থেকে শুরু করলাম। যতদিন দ্রব্যমূল্যের দাম না কমাবে ততদিন আমার এই অনশন প্রতিবাদ কর্মসূচি চলবে।
সে আরো বলে আমাদের মতো ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে যে খরচ দেয় তা দিয়ে শহরে থেকে পড়াশোনা করা কঠিন হয়ে গেছে। আমি জানি সরকার চাইলে সবই সম্ভব। সরকার যদি এখন এই ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে আমাদের মতো সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না। আমি প্রতিবাদ শুরু করেছি আজকে তিনদিন। ১ তারিখের মধ্যে যদি প্রশাসন কিংবা সরকার বিষয়টি আমলে না নেয় তাহলে আগামী ১মার্চ থেকে আমরণ অনশন শুরু করবো।
রফিকুল ইসলাম নামের একজন পথচারী বলেন, এটা শুধু তাদের দাবি না এটা আমাদের সকলের দাবি। আমরাও চাই সরকার যেন জিনিসপত্রের দাম কমায়। সামনে রমজান, রমজানকে ঘিরে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা যে আবার জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেই জন্য প্রশাসন যেন সজাগ থাকে। আজকে এখানে যারা প্রতিবাদ করছে আমিও একমত পোষণ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD