1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২২৩ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে সমাবেশ স্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ করে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন হামিদী, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক শাহজাহান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ উল্লাহ খালিদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চৌদ্দগ্রাম দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চৌদ্দগ্রাম পৌরসভার সভাপতি শফিকুর রহমান, চৌদ্দগ্রাম থানা উত্তর এর সাবেক সভাপতি মাওলানা নোমান, থানা দক্ষিণ শ্রমিক আন্দোলন এর সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মাওলানা ইলিয়াছ, মাওলানা আবুল হাশেম, আব্দুল হাই সুমন, মাওলানা হানিফ মাহমুদ, মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, মাওলানা ইসমাইল প্রমুখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD