1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় সাবেক কাউন্সিলরের বাড়ী থেকে আগুনে দগ্ধ হওয়া ৬ লাশ উদ্ধার - Dainik Cumilla
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩ আহত ২০ কুমিল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক ৪ কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান মাদকসহ একজন আটক কাল পবিত্র ঈদুল ফিতর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লায় সাবেক কাউন্সিলরের বাড়ী থেকে আগুনে দগ্ধ হওয়া ৬ লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা।।

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহ আলম খানের তিন তলা বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে এবং মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নগরীর অশোকতলা এলাকার ওই বাড়িটি থেকে মরদেহগুলো উদ্ধার হয়ে। নিহতদের মধ্যে পাঁচ জনই কিশোর।
নিহতরা হলেন- নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। মঙ্গলবার (৬ আগষ্ট) সময় জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়েন। এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। এসময় বাড়িটির তিন তলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে মারা যান। আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে গুরুতর একজন হাসপাতালে চিকিৎসাধীন।
কুমিল্লায় হামলা ও সংঘর্ষের পর সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩৫ জন আজ সকাল পর্যন্ত ভর্তি ছিলেন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD