নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলা আদালতের পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম নোয়াখালীর গান্ধী আশ্রমের ট্রাস্টি নিয়োজিত হয়েছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের আগামী ৩ বছরের জন্য মেজর জেনারেল জীবন কানাই দাস (অব:) কে চেয়ারম্যান করে ৭ সদস্য বিশিষ্ট ট্রাস্টি কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬জুন রাস্ট্রপতির অনুমোদনক্রমে আইন ও বিচার বিভাগের (প্রশাসন-১) এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে গান্ধী আশ্রমের ট্রাস্টি বোর্ডের আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের ৬ জন ট্রাস্টি হচ্ছেন পদাধিকার বলে নোয়াখালীর জেলা প্রশাসক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ঢাকাস্থ কান্ট্রি হেড নোয়াখালী জেলার লিগ্যাল এইড অফিসার, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, অধ্যাপক ডা. কামরুল হাসান ও কুমিল্লার পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল ইসলাম সেলিম।