1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে চৌদ্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা

কুবিতে চৌদ্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

 

মানছুর আলম অন্তর, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রছাত্রীদের সংগঠন চৌদ্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) কুমিল্লা নগরীর বঁধুয়া ফুড ভিলেজ রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মো. কামাল উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খলিলুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএমএ বাহার, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ২ নং উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাইমুর রহমান মাসুমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মামুন মজুমদার বলেন, অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের উপদেষ্টা ও সাবেকরা আমাদের সব সময় সহযোগিতা করে থাকে যেটা আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করে। আমরা ভবিষ্যতে এসোসিয়েশন নিয়ে বেশকিছু প্রোগ্রাম বাস্তবায়ন করবো। আমরা চাইবো আমাদের ইউনিয়নের কলেজগুলোতে বিভিন্ন অনুপ্রেরণামূলক প্রোগ্রামের আয়োজন করবো।

সংগঠনের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মো: কামাল উদ্দীন বলেন, এই সংগঠন একটু ব্যতিক্রম। এখানের সদস্যরা সকল কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। তাদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। আগামীদিনে তারা যে প্রোগ্রামই করুক আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।

মিয়া বাজার কলেজের অধ্যক্ষ বলেন, কুবির এই সংগঠন অতীতেও অনেক অনুষ্ঠানের আয়োজন করেছ। আমরা সব সময় তাদের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাহার বলেন, আমরা নিজেদের ধন্য মনে করছি। আপনাদের এই এসোসিয়েশনের অনেকদূর এগিয়ে যাবে আমরা আমরা এই আশা করি। আপনারা আমাদের পরবর্তী প্রজন্মকে লেখাপড়ায় উদ্ধুদ্ধ করবেন। শিক্ষিত জাতি গড়তে ভূমিকা রাখবেন।

মেয়র মীরু বলেন, আপনারা যখনই কোন উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের নেতা মুজিবুল হক আপনাদের সহযোগিতা করেন। আগামীতে আপনাদের সংগঠনকে এগিয়ে নিতে আমরা পাশে থাকবো। আপনাদের মাধ্যমে শিক্ষার আলো আমাদের গ্রামে পৌছে দিবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রাখবেন। আমাদের গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ায় ভূমিকা রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD