1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বাসীর জন্য আগামীদিনেও কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ ডা. তাহসীন বাহার - Dainik Cumilla
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‎ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজন আটক নাঙ্গলকোটে এ্যাপোলো ডেন্টাল, ফিজিওথেরাপি এন্ড আই কেয়ার সেন্টার উদ্বোধন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির মৌন মিছিল বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার

কুমিল্লা বাসীর জন্য আগামীদিনেও কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ ডা. তাহসীন বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: তাহসীন বাহার সূচী বলেছেন, কুমিল্লাবাসীর জন্য আগামীদিনেও কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি মানুষের জন্য ভালো কাজ করেছি, সুখে -দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি মানুষের মনে আছি। কখনো সংগঠনের হয়ে তাদের সাথে গিয়েছি।কখনো সামাজিক সংগঠনের মাধ্যমে গিয়েছি । কুমিল্লা নগরবাসী তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়তে আমার আমার শিক্ষা, মেধা যোগ্যতা ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে বাস প্রতীকের ভোট দিবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,আমার বাবা তরুন বয়সে মাত্র ৩১ বছর বয়সে কুমিল্লা পৌর সভায় দায়িত্ব নিয়ে যেভাবে দরজা খোলা রেখে কাজ করেছেন। আমিও সেভাবে দরজা খোলা রেখে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। বাবার অনেক স্বপ্ন রয়েছে এ সিটি করপোরেশন কে নিয়ে। বাবার স্বপ্ন পূরণে কাজ করব। কুমিল্লাকে একটি পরিকল্পিত স্মার্ট নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। বুধবার ( ৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের অশোকতলা ও ৯ নং ওয়ার্ডে বাগিচাগাও এলাকার বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন ও পথসভায় ডা. তাহসীন বাহার সূচী এসব কথা বলেন।
এ সময় সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাউন্সিলর জমীর উদ্দিন খান জম্পি, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো:শাহআলম খান সহ ওয়ার্ড আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।
প্রবাসীদের জনসংযোগ অব্যাহত : কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রার্থীকে সর্মথন করে প্রবাসী আওয়ামীলীগ পরিবারের সৌদি আরব, লন্ডন ও ইতালি, সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে আগত দুই শতাধিক প্রবাসী মীর মোতালেব লিটন ও আনিসুর রহমানের নেতৃত্বে ১০ টি টিমে ভাগ হয়ে নগরীতে গতকাল বুধবারও ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এছাড়াও গতকাল বুধবার বাস প্রতীকের সমর্থনে কুমিল্লা নগরীতে ১২ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার, আয়মন বাহার সোনালি সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া মঙ্গলবার নগরীতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিয়ে দেড়শ টিম নগরীর ২৭ ওয়ার্ডে বাস প্রতীকের প্রচারণা চালিয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD