মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেন্টিস্ট ব্যতীত ডেন্টাল চিকিৎসালয় পরিচালনার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শঙখজিত সমাজপতি উপস্থিত থেকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের দুটি ডেন্টাল চিকিৎসালয়কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, উপযুক্ত ডাক্তার অথবা ডেন্টিস্ট ব্যতীত এ কার্যক্রম চলমান থাকলে এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কারাদণ্ড ও সিলগালা করে দেয়া হবে বলে সর্তক করা হয়।