1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
'ছেলেমেয়েদের পড়াশুনার কথা চিন্তা কইরা ব্যবসা ছাইড়া দিছি' - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুবির কাজী নজরুল ইসলাম হল থেকে মাদক ও বুলেট উদ্ধার কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় জুলাই পুনর্জাগরণে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুমিল্লার গোমতীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পারিবারিক কলহে স্ত্রীকে লাইভে রেখে ওমানে চৌদ্দগ্রামের যুবকের আত্মহত্যা চৌদ্দগ্রামে নকলের দায়ে মুন্সীরহাট ডিগ্রি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

‘ছেলেমেয়েদের পড়াশুনার কথা চিন্তা কইরা ব্যবসা ছাইড়া দিছি’

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

 

খলিলুর রহমান।।

দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের মাহফিলের ব্যস্ত দোকানপাট। তার মাঝে মাঝবয়েসী বাবুল মিয়া হাসিমুখে চটপটি বানাতে ব্যস্ত। ক্রেতাদের সাথে হাসিমুখে কথা বলছেন,যেন অনেক দিনের পরিচিত। উৎসাহী হয়ে এগিয়ে গিয়ে তার ব্যবসায়ী জীবনের ইতিবৃত্ত জানতে চাই।
বাবুল মিয়া জানান- ১০ বছর যাবৎ চটপটির ব্যবসা করছেন। চটপটি ব্যবসার আগেও ২০ বছর চমচম আর মুড়ালির ব্যবসা করেছেন। সংসার চালানোর পাশাপাশি ৪ জন ছেলেমেয়ের পড়াশোনার খরচ বহন করেছেন। একসময় ছেলেরা বাবার ব্যবসায় সাহায্য করার জন্য এগিয়ে আসে। বাবুল মিয়া চমচম আর মুড়ালির ব্যবসা ছেড়ে দেন। ব্যবসা ছাড়ার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান-“ছেলেমেয়েদের পড়াশুনার ক্ষতির কথা চিন্তা কইরা চমচম-মুড়ালির ব্যবসা ছাইড়া দিছি!”

নিজে প্রাইমারী পাস করলেও ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সবসময় ছিলেন অনড়। বড় মেয়েকে এসএসসি পাস করিয়ে বিয়ে দিয়েছেন। ছোট মেয়েকে এইচএসসি পাস করিয়ে বিয়ে দিয়েছেন। বড় ছেলে লিটনকে এসএসসি পাস করিয়ে বিদেশ পাঠিয়েছেন। ছোট ছেলে ইউসুফ মাদ্রাসায় হিফয বিভাগে পড়াশোনা করছে। ছোট ছেলেকে আলেম বানানোর তার খুব ইচ্ছা।

ব্যবসা এবং পরিবার নিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান- আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা অনেক ভালো রাখছে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD