1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ - Dainik Cumilla
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‎ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজন আটক নাঙ্গলকোটে এ্যাপোলো ডেন্টাল, ফিজিওথেরাপি এন্ড আই কেয়ার সেন্টার উদ্বোধন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির মৌন মিছিল বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার

কুমিল্লা সিটির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ১৩ ফেব্রুয়ারি শেষ দিন বেলা ১১টার চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বৈধ প্রার্থীরা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র বহিস্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম ও মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার।
আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিটিতে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে।
এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। গত নির্বাচনে সিটিতে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ছিল ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এবার উপনির্বাচনে পুরুষ ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৩৮ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD