1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
জাতির পিতা স্বপ্ন দেখতেন রাষ্ট্র হবে বাঙ্গালীর ,ধর্ম হবে যার যার আর উৎসব হবে সবার- এমপি বাহার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

জাতির পিতা স্বপ্ন দেখতেন রাষ্ট্র হবে বাঙ্গালীর ,ধর্ম হবে যার যার আর উৎসব হবে সবার- এমপি বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লা  নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা-১৪৩০ উদযাপিত হয়েছে।  বুধবার (১৪  ফেব্রুয়ারি ২০২৪)  বিদ্যাদায়িনী দেবী স্বরসতীর আবির্ভাব উপলক্ষে কুমিল্লা নগরীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে  প্রতিমা স্থাপন, বাণী অর্চনা, অঞ্জলি প্রদান, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। নগরীর মন্ডপে মন্ডপে ঘুরে শুভেচ্ছা  বিনিময় করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন  বাহার এমপি।এসময় সঙ্গে ছিলেন আসন্ন কুমিল্লা  সিটি কর্পোরেশন  উপ নির্বাচনে মহানগর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।

বুধবার সকাল ১১ টায় স্বরস্বতী পূজা উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় স্থাপিত মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে  কর্মসূচির শুরু করেন বীর মুক্তিযোদ্ধা  আ ক ম বাহাউদ্দিন বাহার ও ডা. তাহসিন বাহার সূচনা।

এ সময়  ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান সহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ দুই  নেতাকে স্বাগত জানান।

দিনব্যাপী তাঁরা কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা অজিতগুহ কলেজ,  কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল,কোটবাড়ি পলিটেকনিক ইন্সটিটিউট সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় মহানগর আওয়ামী লীগ ,অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এ সময় এমপি বাহার বলেন, আমাদের  প্রিয় নেতা জাতিরপিতা স্বপ্ন দেখতেন রাষ্ট্র হবে বাঙ্গালীর ,ধর্ম হবে  যার যার আর উৎসব হবে সবার। আমরা ছোট বেলা থেকে হিন্দু -মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বেড়ে উঠেছি। কুমিল্লায় কোন হিন্দু বিয়ে মুসলামান ছাড়া হয়েছে  এমন নজির নেই। মুসলমানদের উৎসবে হিন্দুরা যেমন যোগ দেন  হিন্দুদের সকল উৎসবেও আমরা ছোট বেলা থেকেই অংশ নিয়ে আসছি ।  আমি একশ বেশি দাহ অনুষ্ঠানে অংশ নিয়েছি। একটি  শশ্বানে আমাকে গুলি করা হয়েছিল। ভবিষ্যতে আর  কোন মৌলবাদী চিন্তা চেতনার মানুষ যেন আমাদের সামনে দাড়াতে না পারে সবাই সতর্ক থাকতে হবে।

অপর দিকে স্বরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে ডা.তাহসিন বাহার সূচনা বলেন,কুমিল্লায় একটি উৎসবমুখর পরিবেশে স্বরস্বতি  পূজা উদযাপন হচ্ছে । বঙ্গবন্ধু এ অসাম্প্রদায়িক বাংলাদেশেরই স্বপ্ন দেখেছিলেন। আমরা আগামীতে বঙ্গবন্ধুর সুন্দর  সোনার বাংলা,একটা অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলায়  তারন্যের যে  উদ্দীপ্ত  শক্তিকে কাজে লাগিয়ে একটি স্মার্ট কুমিল্লা সিটি তৈরী করব

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD