1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় চিঠি নেই পিওন আছে, ডাকবাক্স যেন ময়লার ‘ভাগাড়’ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল জুলাই আন্দোলনে শহিদরাও মুক্তিযোদ্ধা: কুমিল্লায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার ভণ্ড কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও পরিবারের মঝে নগদ অর্থ হস্তান্তর লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে বিজিবি কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানা ভোক্ত ৬ আসামি গ্রেপ্তার  ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং’ঘর্ষ

কুমিল্লায় চিঠি নেই পিওন আছে, ডাকবাক্স যেন ময়লার ‘ভাগাড়’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

একসময় মানুষের যোগাযোগ কিংবা মনের ভাব আদান- প্রদানের অন্যতম প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। এই ডাক বিভাগের মাধ্যমে মানুষ প্রিয়জনের খোঁজ নিত। হলুদ রঙের পোস্টকার্ডে কিংবা সাদা কাগজে কালো অক্ষরে চিঠি লিখে হলুদ খামে ভরে লাল ডাকবাক্সে ফেলে পাঠানো হতো প্রিয়জনদের কাছে। ভিন্ন ধরনের অনুভূতি আর অনাবিল আনন্দে ভরপুর ছিল মায়াবী হাতের লেখা সেই চিঠিতে।

প্রিয়জন থাকলেও এখন আর ডাকের মাধ্যমে দাওয়াত কিংবা খোঁজ খবরের জন্য চিঠির প্রয়োজন হয় না। কারও বাড়ির সামনে এসে ডাকপিয়ন তার সাইকেলের বেল বাজিয়ে চিঠি চিঠি বলেও হাঁক ছাড়েন না। সময়ের পরিবর্তনে প্রযুক্তির দাপটে সেসব সোনালি দিনগুলোর স্মৃতিময় দৃশ্য আর চোখে পড়ে না। বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই হলুদ খাম আর লাল ডাকবাক্সের ব্যবহার।
কুমিল্লা শহরের বিভিন্ন অলিগলিতে এখনো কিছু ডাকবাক্স দেখা গেলেও সেগুলো ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কোথাও আবার ময়লার ভাগাড়ের মধ্যে খুঁজে পাওয়া যায় বিবর্ণ ডাক বাক্স। ডাকঘর আর ডাকবাক্সের এখন আর যৌবন নেই। মরিচায় ক্ষয়ে যাওয়া লাল রঙের ডাকবাক্সে তামাটে রং ধরেছে, মরিচা ধরেছে ডাকঘরের টিনের চালা ও বেড়াতে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্যোক্তা সাইফুল্লাহ তারেক অতুল বলেন, বিজ্ঞান দিন দিন উৎকর্ষিত হচ্ছে আর আবেগ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। চিঠির স্থান দখল করে নিয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, ফেসবুক কিংবা টেলিগ্রাম। ইন্টারনেটের মাধ্যমে ইমেইল, এসএমএস ও নানা মাধ্যমে দ্রুত যোগাযোগ করা সম্ভব হওয়ায় সেদিকেই ঝুঁকেছে মানুষ। ডিজিটাল এ যুগে ডাকঘরের আবেদন দিনদিন ফিঁকে হয়ে যাচ্ছে। হয়তো আগামীর শিশুদের সঙ্গে ডাকবাক্সের দেখা হবে জাদুঘরে।

কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. বেলাল হোসেন বলেন, এখন আর আগের মতো হাতে লেখা চিঠি আদান-প্রদান হয় না। বিশেষ করে বিদেশি চিঠির সংখ্যা খুবই কমে গেছে। তবে ডাক বিভাগকে আধুনিকায়ন করা হয়েছে। পার্সেল আদান-প্রদান, মানি অর্ডার, সঞ্চয়পত্র, সরকারি ডকুমেন্ট, প্রাতিষ্ঠানিক কাগজপত্র, চাকরিসংক্রান্ত পরিষেবা লেনদেনে সীমিত জনবল নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। এখনো মানুষের আস্থার জায়গায় রয়েছে ডাক বিভাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD