1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‍্যাব - Dainik Cumilla
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু লাকসাম উম্মুল ক্বোরা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু উদ্ধার গৌরীপুরে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ দাউদকান্দিতে বাস থেকে নেমে পানি কিনতে গিয়ে মাদক ব্যবসায়ী খুন মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নাঙ্গলকোটে শ্রমিক দলের পরিচিতি সভা সরকার চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে গেলেও একটি সদ্য জন্ম নেওয়া, নিবন্ধনহীন দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছ : নূরুল হক নূর

কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‍্যাব

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

র‍্যাব ১১, সিপিসি কুমিল্লা -২ এর একটি আভিযানিক দল (২০ জানুয়ারী) শনিবার গভীর রাতে তারিখ রাতে নিজস্ব গোয়েন্দা কার্যক্রমের রিপোর্টে ও গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব ১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম। আটককৃত মাদক কারবারি ঢাকার মিরপুর শাহ আলীবাগের মৃত ওসমান গনির ছেলে মোঃ ইমামুল হক শুক্কুর (৪৮) এবং চট্টগ্রামের কক্সবাজার এলাকার মৃত দানু মিয়ার ছেলে দিদারুল আলম (৫০)।

মাদক কারবারি উভয়কে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায়, তারা উভয়েই একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত প্রথম আসামী মোঃ ইমামুল হক শুক্কুর ড্রাইভার পেশার আড়ালে মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এই চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ ট্রাক, পিকআপ, কার্ভাড ভ্যান সহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনের আড়াঁলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লা ও ঢাকা সহ পাশর্^বর্তী জেলা সমূহে সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয় আরো জানায় এই বিপুল পরিমান ইয়াবা এর চালান ঢাকাসহ পাশর্^বর্তী বিভিন্ন জেলায় সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে গোয়েন্দা কার্যক্রম ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য মোঃ ইমামুল হক শুক্কুর ও দিদারুল আলম’দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দেখানো মতে সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার এলাকার ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হতে গ্রেফতার করে ০১ টি ব্যাগে সর্বমোট ৪০,০০০ পিস উদ্ধার করে যার আনুমানিক মূল্য ০১ কোটি ২০ লাখ টাকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD