1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় দুই সহোদর ভাইয়ের ব্যাতিক্রম ধর্মী সুন্নতে খাৎনার অনুষ্ঠান - Dainik Cumilla
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন কুমিল্লায় কাজ ছেড়ে আদালত ফটকে বসে পড়েছে আদালতের কর্মচারীরা মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি কুমিল্লার সদর দক্ষিণ ধর্মপুর গ্রামে ঘর নির্মাণের মাটি খুঁড়তেই দৃশ্যমান হলো লাল ইটের প্রাচীন দেয়াল গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত মামলার আইও বললেন’ আল্লাহ ভরসা’ কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু

কুমিল্লায় দুই সহোদর ভাইয়ের ব্যাতিক্রম ধর্মী সুন্নতে খাৎনার অনুষ্ঠান

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬১০ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের।।
কুমিল্লা নগরীর কাটাবিল গ্রামে দুই সহোদর ভাইয়ের এক ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সুন্নতে খাৎনা অনুষ্ঠিত হয়েছে। কাটাবিল এলাকার মো. রুবেল গাজির দুই ছেলে আব্দুল্লাহ গাজী ( ৯) এবং আব্দুর রহমান গাজী ( ৭) রবিবার রাতে সুন্নতে খাৎনা অনুষ্ঠান পালন করা হয়। রুবেল গাজীর দুই ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে সাউণ্ড বক্স দিয়ে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজনা, নাচানাচি গায়ে হলুদের অনুষ্ঠান না করে কোরআন তেলাওয়াত,গজল – ক্বাসিদা ও মিলাদ মাহফিল করে এলাকাবাসীকে নিয়ে ছেলেদের সুন্নতে খাৎনার অনুষ্ঠান পালন করেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা কাটাবিল জামে মসজিদের সহ- সভাপতি  আহমেদ জোরফান বেলাল। তিনি জানান কুমিল্লা নগরীর প্রায় সব এলাকায় বিয়ে,সুন্নতে খাৎনা এবং জন্মদিনের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজনা করা,ডিজে পার্টি করা এবং নাচানাচি করার প্রবণতা দেখা যায়। সেখানে কোরআন তেলাওয়াত,মিলাদ মাহফিল এবং গজল দিয়ে সুন্নতে খাৎনার অনুষ্ঠান করা এখন এ সমাজে বিরল।
মো. রুবেল গাজী বলেন, আমার সন্তানদের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে সাউণ্ড বক্সে উচ্চ শব্দে গান বাজনা ডিজে অনুষ্ঠান এজন্য করিনি কারণ সুন্নতে খাৎনা আমাদের নবীজীর একটি সুন্নত তাই এখানে সুন্নত বিরোধী কাজ না করে মিলাদ মাহফিল ও গজলের অনুষ্ঠান এলাকা বাসীকে নিয়ে একসাথে পালন করেছি এতে একটি আত্মতৃপ্তি আছে। শুক্রবারে আমাদের মসজিদের ইমাম সাহেব খুৎবাতে বিয়ে,জন্মদিন,সুন্নতে খাৎনায় ডিজে পার্টির মত শরিয়ত বিরোধী কাজ না করে কোরআন তেলাওয়াত, গজল ও মিলাদ মাহফিলের মাধ্যমে আয়োজন করার উপর গুরুত্বারোপ করেছেন। ইমাম সাহেবের সে বক্তব্য থেকে আমি অনুপ্রানিত হয়ে এমন অনুষ্ঠান করেছি।

কাটাবিল জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ বাইজিদ রাজা রজবি
আলক্বাদেরী বলেন, আমি শুক্রবারের বাংলা খুৎবাতে জন্মদিন, বিয়ের অনুষ্ঠান এবং সুন্নতে খাৎনার অনুষ্ঠানে শরিয়ত বিরোধী উচ্চ শব্দে গানবাজনা এবং ডিজে পার্টি না করার জন্য কোরআন হাদিস ও ইসলামী শরীয়তের আলোকে বক্তব্য রেখেছি। জুম্মার বয়ানে গায়ে হলুদ, বিয়ে, সুন্নতে খৎনা এবং জন্মদিনে অনুষ্ঠানে গান-বাজনা,নাচা-নাচি অশ্লীলতা বন্ধ করে নাতে রাসুল (স:)এবং মিলাদ মাহফিল করার আহ্বান করেছিলাম। আমার এ আহবানে সাড়া দিয়ে রুবেল গাজী নিজের দুই ছেলের অনুষ্ঠানে এরকম ব্যাতিক্রম অনুষ্ঠান করেছেন।

কুমিল্লা ইসলামিক ফাউণ্ডেশন এর উপ পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গায়ে হলুদ,বিয়ে,বিবাহ বার্ষিকী,জন্মদিন এবং সুন্নতে খাৎনাসহ এসকল অনুষ্ঠানে ইসলামি শরিয়ত বিরোধী নাচ,গান এবং ডিজে পার্টি না করে কোরআন তেলাওয়াত, হামদ,নাত গজল ও মিলাদ মাহফিল এর মাধ্যমে এসকল অনুষ্ঠান করা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য আত্যন্ত জরুরি বিষয়।
আল্লাহর ও তাঁর প্রিয় রাসুল (সাঃ) নির্দেশিত পথে চললে পারিবারিক জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD