1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার ১১টি আসনের ৯৩ জন প্রার্থী শেষ দিনে জমজমাট প্রচারনা - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

কুমিল্লার ১১টি আসনের ৯৩ জন প্রার্থী শেষ দিনে জমজমাট প্রচারনা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে সভা সমাবেশ ও গণ-সংযোগ এবং অভিযোগ পাল্টা অভিযোগ ও সংঘাত-সংশয়ের মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। শুক্রবার সকাল ৮ টা থেকে কোন প্রার্থী আর কোন ধরনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। ৭ তারিখ রবিবার নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার প্রচার-প্রচারণার শেষ দিনে ১১ আসনের ৯৩ জন প্রার্থীর মধ্যে প্রধান প্রতিদ্বন্দী প্রার্থীরা তাদের জন সমর্থন দেখাতে মাঠে ছিলেন সারা দিন। কেউ পথ সভা, কেউ উঠান বৈঠক এবং নিরবিচ্ছিন্ন গণসংযোগের মধ্য দিয়ে দিনটি কাটিয়েছেন। কেউ কেউ সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
কুমিল্লা-০১ আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর তিতাসের গাজীপুর,দাউদকান্দি মডেল মসজিদের সামনে পথসভাসহ বিভিন্ন জায়গায় প্রচারণা করেন। এই আসনের ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নাইম হাসান তিতাস উপজেলার নারান্দিয়া রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকা চষে বেড়ান। একই ভাবে প্রচারণায় মাঠে ছিলেন জাতীয় পার্টির প্রার্থী আমির হোসেন।
কুমিল্লা-০২ আসনে হোমনা উচ্চ বিদ্যালয় মাঠে সভায় ভোটারদের কাছে ভোট চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরি এমপি। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ট্রাক্টর প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন সারাদিন।
কুমিল্লা-০৩ আসনে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন গণসংযোগ করেন মুরাদনগরের আন্দিকুট গ্রামের বিভিন্ন এলাকায়। তিনি বেশ কয়েকটি উঠান বৈঠকে অংশ নিয়ে ভোট প্রার্থনা করেন। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জাহাঙ্গীর আলম সরকার কোম্পানিগঞ্জ ও গুঞ্জর এলাকায় পথসভা করে ভোট প্রার্থনা করেন।কুমিল্লা-০৪ আসনে নৌকার রাজী মোঃ ফখরুল দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট ও হাই স্কুল মাঠে সহ বিভিন্ন এলাকায় নির্বাচনি সভা করে ভোটারদের কাছে ভোট চান। তারই প্রতিদ্বন্দী ঈগল প্রতীকের আওয়ামী লীগ নেতা আবদুল কালাম আজাদ ফতেহাবাদ, ইউসুফ পুর , বড় শালঘর এলাকাসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ ও পথ সভায় অংশ নেন।
কুমিল্লা-০৫ আসনে নৌকার প্রার্থী হাশেম খানের পক্ষে নেতাকর্মীরা, স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের এমএ জাহের, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ তাদের নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে ভোটারদেও কাছে শেষবারের মতো ভোট প্রার্থনা করেন। এসময় তারা জানান, সুষ্ঠু নির্বাচন হলে কেন্দ্রে ভোটার বৃদ্ধি পাবে। কুমিল্লা-০৬ আসনে সদর উপজেলার শাসনগাছা,দূর্গাপুর দক্ষিণ,খেতাসারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটার কাছে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা প্রচারণা করেন কাপ্তান বাজার, মোগলটুলী, রাজগঞ্জ এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।
কুমিল্লা-০৭ আসনে প্রাচরণার শেষ দিনেও একে অপরের প্রতি অভিযোগ তুলেছেন চান্দিনার বর্তমান এমপি আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আওয়ামী লীগ নেতা মুনতাকিম আশরাফ।
বিপক্ষে শক্তিশালী প্রার্থী না থাকলেও নিরবিচ্ছিন্ন প্রচারণা চালিয়েছেন কুমিল্লা-০৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা- ০৯ আসনে এলজিআরডি মন্ত্রী আওয়ামীলীগের প্রার্থী মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তার কর্মী সমর্থকেরা।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর হক মুজিব পথসভায় হাজারো মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। তার প্রধান প্রতিদ্বন্ধী ফুলকপি প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD