1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ডিবি কর্তৃক সঙ্গবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার পূর্বক চোরাই মালামাল উদ্ধার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে কুবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল লাকসামে সাগরীকা বাস উল্টে এক যাত্রী নিহত: আহত ৭ কুমিল্লায় চালু হলো এখন চার্জের দ্বিতীয় ইভি চার্জিং স্টেশন নাঙ্গলকোটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক ব্রাহ্মণপাড়ার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ব্রাহ্মণপাড়ায় মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন মাওলানা রেজাউল করিম কুমিল্লায় হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন এক বিএনপি নেতা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার এক আ.লীগ নেতা গ্রেফতার কুবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের নিয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদের কমিটি গঠন

ডিবি কর্তৃক সঙ্গবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার পূর্বক চোরাই মালামাল উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

সাকলাইন যোবায়ের।।

আবুল খায়ের মোঃ মাহবুব পারভেজ (৫৬) এবং হাসনা বেগম (৪১) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক চুরির অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানায় ২টি মামলা রুজু হয়। উক্ত মামলা রুজু পরবর্তী মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের মৌখিক নির্দেশে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গীনি কোটবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মনিরের বাড়ী হতে মনিরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত ১টি এলইডি সনি টিভি এবং একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে। মনির (৩৭)’কে জিজ্ঞাসাবাদে তার সহযোগী সোহেল, সুমন এর নাম প্রকাশ করলে, একই থানা এলাকার কচুয়া চৌমুহনী সাকিনস্থ নুরুল ইসলামের বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া সোহেল(২৮) ও সুমন (২৮)‘দের গ্রেফতার পূর্বক তাদের বাসা তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত ১টা পাইপ রেঞ্জ, ১টি হাতুড়ি, ১টি প্লাস এবং ১টি এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদের অপর সহযোগী বিল্লাল (২৫)’কে চান্দিনা থানাধীন বাতাগাছি এলাকা হতে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত আরো ১টি এলইডি সনি টিভি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ১০/১৫ জনের একটি গ্রুপ কুমিল্লা চাঁদপুর, ফেনী জেলার বিভিন্ন জায়গায় খালি বাসা গুলোতে তালা কেটে চুরি করে। এছাড়া ঘটনায় জড়িত সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাহলো ১। মনির (৩৭), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-জোহরা খাতুন, সাং- পইয়াবাড়ি (মিয়া হাজী বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা এ/পি- চাঙ্গীনি, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
২। সোহেল (২৮), পিতা- আব্দুল হক, মাতা- পারুল বেগম, সাং- পাইপেরগোড়া, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, এ/পি- কইচ্চা চৌমুহনী, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
৩। সুমন (২৮), পিতা- জশিম, মাতা- ফুল মাসা, সাং- লাজুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, এ/পি- মুনসুরাবাদ (বোয়ালখোলা মাঠ), থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।
৪। বিল্লাল (২৫), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- সাজিয়া বেগম, সাং- বাতাঘাসি, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
উল্লেখ্য যে, আসামী মনির, সোহেল এবং বিল্লাল এর বিরুদ্ধে পূর্বে ০১টি করে চুরি মামলা এবং সুমন এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD