তাপস চন্দ্র সরকার :
গেলো বছরের ন্যায় এবারও শত ব্যস্ততার মাঝেও একটুখানি বিনোদনের উদ্দেশ্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে CDBA T-10 ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা টিক্কারচরস্থ গোমতী নদী সংলগ্ন “শেখ কামাল ক্রীড়া পল্লী” মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন- প্রধান অতিথি কুমিল্লা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ইমাম হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূইয়া, কুমিল্লা সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ গোলাম ফারুক, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী, ট্রেজারার এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও রিক্রিয়েশন সেক্রেটারি মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু প্রমুখ। খেলায় ভাষ্যকার ছিলেন- এডভোকেট এম হাসান আদনান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন- ডায়নামিক ল’ ইয়ারর্স বনাম এমিকাস রেঞ্জার্স। উদ্বোধনী খেলায় ডায়নামিক ল’ ইয়ারর্সকে পরাজিত করে এমিকাস রেঞ্জার্স বিজয়ী হয়েছেন। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় এডভোকেট শিমুল। তাঁর ব্যক্তিগত রান ১৮ এবং ৩ উইকেট। এইবছর খেলায় ১২টি দল অংশ নিবেন। গ্রুপ ও দলের নাম সমুহ: গ্রুপ- এ CBA ADVOCATES, গোমতী ক্রিকেট ক্লাব ও ময়নামতি-১৬, গ্রুপ-বি রাভেল রাইডার্স, জেড ফোর্স ও ল’ ফাইটার্স, গ্রুপ-সি রয়েল ল’ ইয়ারর্স, ডায়নামিক ল’ ইয়ারর্স ও এমিকাস রেঞ্জার্স এবং গ্রুপ-ডি লজিস লিগ্যাম জায়ান্টস, CBA CHALLENGERS ও লিগ্যাল ওয়ারির।
উদ্বোধনকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন- শিক্ষা সংস্কৃতি পাদপীঠ এই কুমিল্লা। এ খেলাটি কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের। এ খেলাটি কুমিল্লা বার থেকে শুরু হলো। আমি আশাকরি দেশের প্রতিটি বার প্রতি বছর এধরনের খেলার আয়োজন করবেন।
এদিকে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের সকল দলের খেলোয়াড়দেরকে আন্তর্জাতিক নিয়ম মেনে খেলার জন্য অনুরোধ জানিয়ে বলেন- সুন্দর ও নৈপুণ্য খেলা উপহার দেওয়ার জন্য উভয় দলের খেলোয়াড়বৃন্দ ও উপস্থিত অতিথিৃবন্দ ও ক্রীড়ামোদী দর্শকদেরকে জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।