তাপস চন্দ্র সরকার ।।
এ বছর আসছে ২৯ সেপ্টেম্বর শুক্রবার “বিশ্ব হার্ট দিবস”। দিবসটিকে ঘিরে বিশ্ব হার্ট ফেডারেশনের আহবানে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ যৌথভাবে কুমিল্লায় পালন করতে যাচ্ছে “বিশ্ব হার্ট দিবস”।
তদুপলক্ষে সকাল ৯টায় কুমিল্লা টাউনহলে আলোচনাসভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার এবং র্যালী উদ্বোধন করবেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম মিজানুর রহমান খান।
ওই র্যালী ও আলোচনাসভায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২, ডিস্ট্রিক্ট হার্ট কেয়ার কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ।