শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলার ১৬ নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ১৬ নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে সামনে রেখে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল বাশার সুমনের কানড়া নিজ বাসভবনে গনমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে বলেন,আমাকে আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত করলে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আমাকে বিলিয়ে দিতে চাই৷ নির্বাচনে যদি জয়লাভ করি তাহলে অত্র ইউনিয়নের সকল নাগরিকদের প্রথম সেবা হিসেবে চেয়ারম্যান সার্টিফিকেট ও জম্ম নিবন্ধন বিনে পয়সায় করে দিবো এবং বাড়ী বাড়ী গিয়ে জম্ম গ্রহনকারী শিশুদের জম্ম নিবন্ধন করে দেওয়ার ব্যবস্থা নেব৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকবৃন্দ