1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মহানবী (সঃ) কে কটুক্তি করায় স্কুল শিক্ষক বরখাস্ত - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ

মহানবী (সঃ) কে কটুক্তি করায় স্কুল শিক্ষক বরখাস্ত

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট।।

যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিউটন সরকার মহানবী (সঃ) নিয়ে কটুক্তি করার অভিযোগে নিউটন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৯ জানুয়ারি রবিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা নিউটন সরকারকে সাময়িক বরখাস্ত করেন এবং ঘটনা তদন্তে বিদ্যালয়ের সভাপতি মো: লুৎফর রহমান শেখকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের আদেশ দেন।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক নিউটন সরকার ৮ম শ্রেণির বিজ্ঞান ক্লাস চলাকালীন এক পর্যায়ে মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তিলক কুমার দাস-সহ অন্যান্য শিক্ষকদের জানালে শিক্ষকরা তাদের বিষয়টি অন্য কাউকে না বলতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের জানায় এবং পরবর্তীতে এলাকার লোকজন জানতে পেরে আজ সকাল এগারোটায় অভিভাবক-সহ এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় ঘেরাও করেন।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কুমার দাস বলেন, ঘটনার দিন শিক্ষার্থীরা আমাকে জানায় বিঞ্জান শিক্ষক শ্রেনী কক্ষে নবীজীকে নিয়ে কটুক্তি করেছে। এসময় অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত শিক্ষক নিউটন সরকার বলেন, আমি নবীজী সম্পর্কে কোন কটুক্তি করেনি। আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমিসহ অভয়নগর থানা পুলিশ বিদ্যালয়ে যেয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসিকে শান্ত করার চেষ্টা করি। ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD