শামীম রায়হান॥
নলেজ পাওয়ার টিচিং হোমের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন খান রোমেনের উদ্যোগে
দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম ইয়াকুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে দাউদকান্দি আদর্শ(পাইলট)উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টর খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় চারটি দল দুটি ম্যাচে অংশগ্রহণ করেন। প্রথমে মাঠে নামে দাউদকান্দি কিংস বনাম দাউদকান্দি লায়ন্স।
এতে ২-০ গোলে বিজয়ী হয় দাউদকান্দি লায়ন্স।
দ্বিতীয় ম্যাচের খেলায় অংশগ্রহণ করেন—দাউদকান্দি প্লাটিনাম বনাম দাউবি-২৪ এসএসসি ব্যাচ। এতে দাউবি-২৪ এসএসএসি ২-০ গোলে বিজয়ী হয়।
পরে বিজয়ী দুটি দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সাংবাদিক শামীম রায়হান, সাংবাদিক লিটন সরকার বাদল, সাবেক কৃতী ফুটবলার আবুল কালাম, তরুণ ব্যবাসয়ী সাবেক কৃতী ফুটবলার শামীম মোল্লা,হাসান মিয়া ও নাজির উদ্দিন প্রমুখ।