শামীম রায়হান॥
দাউদকান্দি উপজেলা আওয়ামী মহিলা লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মুনাজাত করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদ এর সদস্য জেবুন্নেসা জেবু, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান,সহ-সভাপতি ও ইউপি সদস্য শেফালী আক্তার, কাউন্সিলর লাভলী আক্তার, সাবেক কাউন্সিলর নাসরিন আক্তার,
প্রচার সম্পাদক রেহেনা আক্তার ও পদুয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি শিউলি মনির,হালিমা আক্তার স্বর্ণা প্রমুখ।